পৃথিবীটা ভরে গেছে ঘোর অনাচারে ,
সমাজ দেখছে তাই চরম দুর্যোগ ,
বঞ্চিত প্রাণ পায়না কিছুই সুযোগ ।
ভুগছে দুর্বল যারা কত অত্যাচারে ,
দেশটা চলছে আজ কেবল প্রচারে ।
সবাই অখুশী তবু নেই অভিযোগ !
নিজ কাজে নেই কারো কোন মনোযোগ ,
সবাই মেতেছে যত অন্যায় আচারে ।


রক্ষক রয়েছে যারা ক্ষমতায় অন্ধ ,
লোভের বশেতে যেন হয়েছে উন্মত্ত ।
কিছু মানুষ আবার রয়েছে ধর্মান্ধ ,
যাদের মনে আসেনা কোন ধর্মতত্ত্ব ।
মনের দুয়ার কেউ রেখেছে যে বন্ধ ,
ভোগ বিলাসের মাঝে ভরে নেয় চিত্ত ।