তোমার চোখে এসেছে আজ জল,
মানুষের ভালোর লাগি হয়ে চঞ্চল
দুষ্টের দমনে প্রয়োগ করেছ বল।
তাই কি ওরা বকছে ভুলভাল?
বাতাস গরম হলে,ঝড়ের উদয় কালে
বলো কে দেয় কাকে ঝাল।


সমাজ সেবা করতে গিয়ে
কালি লাগলে তোমার গায়ে,
সে কালি যাবে মিলিয়ে
কাজটি ভালো হলে।
চাঁদের গায়েও আছে কালো,
উজ্জ্বলতা তাতে কমে কি বলো?


কান দিয়োনা তাদের কথায় ,
যারা বলে তোমায় বাজে নানান আছিলায়।
যারা ভালো বলে তোমায়,
দোষটা বলো আছে তাদের কোথায়?
অপবাদের ভয় তোমায় করতে হবে জয়।