ছোট্ট একটি মেয়ে,হাত ধরে সে বলে যখন এসে,
যেওনা তুমি বাবা,বসো আমার পাশে ।
বলো তখন এড়িয়ে যাবার সাধ্য কি মোর আছে ?
এড়িয়ে যখন গেলেম তারে, নিংসঙ্গতা ওকে জড়িয়ে ধরে।
ক্ষণেক পরে বলল উঠে, বাবা তুমি সেরে কাজ, আসবে ফিরে তাড়াতাড়ি আজ।
বলো তারে বোঝাই কিভাবে, হবে রাত আজ, সারতে সব কাজ।
কাজ সেরে ফিরে এলে ঘরে, অভিমানে সে জড়িয়ে ধরে।
বলে এসে মৃদু সুরে,চলো বাবা আসি একটু ঘুরে।
হায়! ক্লান্তি ভরা শরীর, চাইছে নিতে একটু বিশ্রাম।
দিচ্ছে না সায় মন কোথাও যেতে তখন।
এবারেও বালি পড়ল গুড়ে, আসা হলোনা একটু ঘুরে, সঙ্গে লয়ে তারে।
এভাবেই যেন সব বাবারা, যাচ্ছে সরে দূর থেকে বহু দূরে, তাদের সন্তান হতে।