আনন্দে ভরিয়ে ভূবন ,
গড়ব নতুন জীবন ।
সৃষ্টিকে করতে পালন ,
দুষ্টেরে করব দমন ।
অভাগা পেটের জ্বালায় ,
নেমেছে অসম খেলায় ।
জীবন শেষের বেলায় ,
তাড়াব সকল অন্যায় ।
ঘনিছে ভীষণ আঁধার ,
ডিঙাও বাধার পাহাড় ।
সকলে পায়না খাবার ,
এ বলো কেমন বিচার !
জনতা জাগবে এবার ,
আসবে ভীষণ জোয়ার ।
মরবে রাঘব বোয়াল ,
রাখবে কে কার খেয়াল।