গঙ্গায় ভাসছে লাশ ,তাই দেখে বুকে জাগে ত্রাস।
বাসে-ট্রেনে পকেটমার, পকেট করছে খালি
আমার-তোমার ।
কিছু ধর্মগুরুর ভন্ডামি, মানুষের মনে ঢুকাচ্ছে কুসংস্কার আর গোঁড়ামি ।
জাতি দাঙ্গায় আগুন জ্বলছে প্রাণে,আজ বিশ্বের যেকোন স্থানে।
মেয়েরা আজ হচ্ছে শিকার, নরপশুদের চরম লালসার ।
রাস্তায় পড়ে থাকা বিস্ফোরক বলে ,কত শিশুরা প্রাণ হারাচ্ছে অকালে ।
কাজের খোঁজে ঘুরছে বেকার, পাচ্ছে ভয় জীবন যুদ্ধে হেরে যাওয়ার ।
রাজনীতিতে দলের সঙ্গে আছে যারা,কেউ যাচ্ছে পথে মারা কেউবা হচ্ছে ঘরছাড়া ।
খাবার হয়েছে ভেজাল , মানুষের শরীর হচ্ছে তাই দুর্বল।
করোনা আবার এসেছে দ্বারে,কত জীবন তাই
যাচ্ছে ঝরে ।
জীবনের প্রতি পদে ভয়,বলে শেষ নাহি করা যায়।
আজ মেলেনা জীবনের কোন অঙ্ক , যেদিক পানে চাও মনে শুধুই জাগে আতঙ্ক ।