আত্ম বিশ্বাস হলো মনের স্থিতি ,
যা বাড়িয়ে দেয় জীবনের গতি ।
মনে যদি আসে কভু বিপত্তির চিন্তা ,
ভয় এসে জাগিয়ে তোলে মনের দুশ্চিন্তা।
ভবিষ্যতে কি হবে তাই না ভেবে,
করে যাও মন দিয়ে কাজ এই ভবে ।
ভয়কে দিওনা ঠাঁই হৃদয়ের কোণে ,
ভয়ের নেইকো স্থান জীবনের কোনখানে।  
অকারণে জাগিওনা মনেতে কোন ভয়,
একদিন আত্মবিশ্বাসের হবে নিশ্চিত জয়।
যতই সবল হোকনা শাসক স্বৈরাচারী ,
তোমরা পেওনা ভয় সকল নর নারী ।