উদাসীনতা আজ মনটাকে গ্রাস করেছে,
উৎসাহ তাই যেন মুখ থুবড়ে পড়েছে ।
জন কোলাহল স্তব্ধ হওয়ায় মানুষের মনে নিঃসঙ্গতা ঠাঁই পেয়েছে।
জীবনের সকাল আলো হারিয়ে সন্ধ্যাকে আহ্বান জানিয়েছে ‌।
মানবিক দায়বদ্ধতা ঘুমিয়ে থাকায় অমানবিক যতসব কার্যকলাপ বেড়ে চলেছে ।
জীবনের স্থায়িত্বকে অনিশ্চিত দেখে মৃত্যু তার নিশ্চিত জায়গা করে নিয়েছে ।
ডামাডোলের এই বিশ্বে বৈপরীত্য যেন জীবনকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে ।