দুটো ভাতের লাগি
দিওনা ধরায়ে চায়ের বাসন ,
মুছিওনা তারে দিয়ে
গ্যারেজের গাড়ি সর্বক্ষণ ।


ও যে মানব শিশু,
ও যে মানুষের চারা ,
ওকে ব্যবহারের লাগি
দিওনা এখনি তাড়া ।


যদি না থাকে ওর পিতৃ-মাতৃ পরিচয় ,
তাতে বলো কি এসে যায় ?
যদি জন্মেই হয় পিতৃহারা
করিওনা ওরে ছন্নছাড়া ।


ও যে মানুষের চারা,
সন্তান বিধাতার ।
ওর প্রতি করোনা তোমরা
আর কোন অন্যায় অনাচার ।


করোনা শোষণ
অবিরাম তারে
আরো আরো বেশী লাভ
লভিবার তরে ।


ও যে মানুষের চারা,
আঘাত করোনা ওর মূলে ।
বড় হতে দাও ওরে
শাখা প্রশাখা মেলে ।


বন্ধ হোক শিশুশ্রম
ও যে মানবের ধন ।
গেতে দাও ওকে
মানবতার জয়গান ।