বাংলা কবিতার আসর,তুমি বোঝ গুণীদের কদর,
তোমার আসরে প্রতিনিয়ত উঠে কত চিন্তার ঝড়।
তুমি কত কবিদের পূর্ণ করেছ মনের আশ ,
তাইতো তারা আসরে লিখে চলে বারোমাস।
তোমার আসরে যারা নিত্য করে আনাগোনা ,
তাদের তুমি শিখিয়েছ, কেমনে হয়ে একমনা
করতে হয় কাব্য সাধনা ।
বাংলা কবিতার আসর, যেন কবিদের এক মিলন বাসর ।
যে বাসরে সারাটি রাত জেগে রয় ,কত শত কবির চোখ গভীর স্নিগ্ধতায় ।
বাঁধা পড়ে তোমাতে কত হৃদয়ের ভালোবাসা ,
কত অন্তরের সুতীব্র বিরহ কথা যা জাগায় মনে ভালোবাসার ব্যথা ।
তোমাতে দেয় ধরা কত কবির সমাজ চেতনা ,
তোমাতে জাগ্রত হয় কত বিদ্রোহী উন্মাদনা ।
এভাবেই তুমি বাংলা কবিতার আসর দিয়ে চল
যুগ যুগ ধরে কবিদের মনে অনন্ত প্রেরণা ,
যাতে পূর্ণ হয় হাজারো কবির মনের বাসনা ।