ফাল্গুনের সঞ্জীবনী মন্ত্র দিয়ে,
স্নিগ্ধতার পরশ বুলিয়ে
প্রকৃতিকে করেছিল প্রাণবন্ত,
নবরূপে সেজেছিল বসন্ত।


বসন্ত যেন আজ চৈত্রকে নিয়ে সনে মেতেছে চক্রান্তে,
ধরণীর বুকে ধরিয়েছে চিড় তারই অজান্তে।
চৈত্রের আগমনে প্রকৃতির বুকে
লেগেছে বসন্তের তপ্তশ্বাস,
প্রকৃতি পেয়েছে  তাতে ঝড়ের আভাস।


বসন্ত ও প্রকৃতি যেন ভালোবাসা মন্ত্রে
দীক্ষিত দুটি জীবন,
ক্ষণিকের তরে হয়েছে তাদের মনের হর্ষ হরণ।