ভেবেতো দেখিনি আগে
মনের গভীরে ছিল জমে অতীতের স্মৃতি,
সেই স্মৃতি না মেনে কোনো রীতি
কখনো জাগায় প্রীতি,
কখনো বা শোনায় দুঃখের গীতি।


ভেবেতো দেখিনি আগে
মনের গভীরে ছিল বসে অচলা স্মৃতি,
তাকে দেখে কখনো বিদ্রোহ করে মোর চঞ্চলা মতি,
কখনো বা পেতে চায় চির নিষ্কৃতি।
তথাপি মনকে আড়াল করে, নেয় তার স্থিতি।


ভেবেতো দেখিনি আগে
মনের গভীরে বেঁধেছে বাসা কত পুরাতন ব্যথা,
যা দিয়ে হয়েছে দুঃখের মালা গাঁথা।
অথচ ক্ষণিকের ভ্রমে ভেবেছিনু মনে সুখ বুঝি আছে একা সেথা।