ঢাকের বাদ্যি সুর তুলেছে,
দশমীতে আজ মা সেজেছে।
রাঙিয়ে মার চরণ তল,
সিঁদুর খেলে নারীর দল।
ভুবন তলে খুশির ধারা,
আমরা যেন বাঁধন হারা।
বোধন কালে খুশির ছায়া,
ভরে দিয়েছে মায়ের মায়া
দুর্গা মার বিসর্জনে ,
জল গড়ছে দুই নয়নে।
এসো মা ফের বছর পরে,
মারণ ব্যাধি বিনাশ করে।
অসুর নিধন  সাঙ্গ করে,
মা চলেছে স্বামীর ঘরে।
আজ বিজয়ার শুভক্ষণে,
শুভেচ্ছা জানাই জনে জনে।