বনভোজন


বাড়ি থেকে একটু দূরে,
গাছ-গাছালির মাঝে, চলছে আয়োজন,
আজ আমাদের বনভোজন ।
হাতা, খুন্তি, ডেকচি, কড়াই, আর এনেছি ঘুড়ি, লাটাই ।
নদীর ধারে উড়ছে ঘুড়ি, ওরা খেলছে লুকোচুরি ।
দূর আকাশে পাখির সারি, রব তুলেছে কিচিমিচি।
ছুঁয়ে যায় যে মন, আজ আমাদের বনভোজন।
বাজার থেকে এনেছি আনাজ, হাতে হাতে সবে করছি কাজ।
তৈরি হয়েছে খড়ির উনুন, হচ্ছে কাটা পিয়াঁজ, রসুন।
রান্না হবে মা়ংস কষা, সব্জী, ডাল, ভাতের লাগি  তুলাই চাল ।
বিছিয়ে চট, বসে সব, দিচ্ছে লুডো আর দাবার চাল।
রান্না শেষে করে ভোজন, ফিরতে বাড়ি চায়না এ মন।
আজ আমাদের বনভোজন।


উজ্জ্বল সরকার