সফল হলে বৃক্ষরোপণ অভিযান
থাকবে চালু পরিবেশে অক্সিজেনের জোগান
ও কার্বন ডাই অক্সাইডের গ্রহণ অনুক্ষণ,
বন্ধ হলে এই চক্র,অসুস্থ হবে মানুষ যখন-তখন।


সফল হলে বৃক্ষরোপণ অভিযান
বৃক্ষ করে ফুল ও ফল ধারণ ,
সম্ভব করে প্রচুর অর্থাগমে
সকল মানুষের উন্নয়ন ।


সফল হলে বৃক্ষরোপণ অভিযান
হবে প্রকৃতির শোভাবর্ধন ,
সঙ্গে খাদ্য সংস্থান ।
ছায়া হবে পথিকের সঙ্গী সর্বক্ষণ ।


সফল হলে বৃক্ষরোপণ অভিযান
বাড়বে কাঠের উৎপাদন ।
জীবনের সুখের কারণ,
সুলভে পাবে আসবাবপত্র,যা অতি প্রয়োজন ।


সফল হলে বৃক্ষরোপণ অভিযান
সহজ হবে ঔষধ প্রস্তুতিকরণ,
হবে যন্ত্রণার উপশম ।
রক্ষিত হবে মূল্যবান জীবন ।


চালিয়ে বৃক্ষরোপণ অভিযান
যতবেশী সম্ভব গাছ লাগিয়ে যান ,
তাতেই হবে সমাজ লাভবান ।