বৃথা চেষ্টা করেছি বারবার,
যে দুয়ার রয়েছে বন্ধ সে দুয়ার খোলার ।
কালের নিয়মে সময় এগিয়েছে যত ,
বদ্ধ দুয়ার খোলার চেষ্টা করেছি যে তত ।
খোলা আছে জীবনের আরও কত দুয়ার ,
পূর্বে তো একথা খেয়াল হয়নি আমার ।
বৃথা কেটে গিয়েছে কত অবহেলিত দিন ,
জীবন বইছে আমার হয়ে গতিহীন ।
দৃষ্টি এখন হয়েছে ঝাপসা ,
মন চলছে বয়ে সাথে লয়ে দুঃসহ হতাশা ।
জীবন ভর যত সময় হয়েছে নষ্ট ,
তারই খেসারত হিসেবে পাচ্ছি এত কষ্ট ।
জীবনের যতটা সময় তাই এখনো রয়েছে বাকি ,
কাটাতে চাইনা আর নিয়ে কোন ঝুঁকি ।