শিক্ষাটা যেন আজ লুকিয়েছে গোপনে,
শেওলা জমেছে তাই সভ্যতা সোপানে।
জ্ঞান চাকা থেমে গেছে আমিত্বের ফাঁসে,
সবকিছু বোঝ তুমি ভাব বুদ্ধিনাশে ।
কুক্ষিগত করে রাখো যা শিখেছ তুমি ,
ভাব যা জেনেছ তুমি তা সবথেকে দামী।
তুমি যা বোঝ তা অপরেও বুঝবে ,
এ চিন্তাটি তোমার মনেতে কবে জাগবে ?
তুমি না থাকলে জগৎ হবে যে আঁধার ,
অন্তরে এ চিন্তাটি রেখনাকো আর ।
স্বার্থমোহে বিকিয়েছ অর্জিত শিক্ষা ,
সে শিক্ষা বিলিয়ে সবে নাও নব দীক্ষা।