অসৎ মানুষ বিদ্যা লাগায় করতে কেবল চুরি ,
সেই চুরিতেই তারা বানায় প্রচুর অর্থকড়ি ।
তুমি হলে একটু সৎ,কষ্ট হবে জোগাড়ে ভাত,
স্বপ্ন দেখা হবেনা আর,কাটবে জেগে অনেক রাত।


যারা করে চুরি ,তারাই করে বুদ্ধির বাহাদুরি ,
চুরিতে লাগেনা বুদ্ধি হতে হয় অসত্যের পূজারী।
যদি তোমার বুদ্ধি ,লাগাও ভালো কাজে ,
অনেকেই হয়তো বলবে তখন তোমায় বাজে ।


পাইয়ে দিলে চোরেদের ধন বাড়বে তোমার মান,
সব চোরেরাই বলবে তোমায় তুমিই বুদ্ধিমান ।
বুদ্ধি থেকেও যদি না ধারে কেউ চোরেদের ধার ,
তাকেই যে তখন দেখায় যেন বোকাদের সর্দার ।