মানুষের বুদ্ধিটা
শেষকথা বলেনা ।
বুদ্ধিতে সমাজের
কালিমাযে ঘোচেনা।


বুদ্ধিটা বেশী হলে
কাজ হয় সহজে ।
সবকিছু ধরা পড়ে
চট করে মগজে ।


যদি চাও মানুষের
ভালো কিছু করবে ,
মন দিয়ে সকলের
ভাবনাটা  জানবে ।


জাতিগত বিভেদটা
একদিন ঘুচবে ।
বুদ্ধিটা সনে যবে
বিবেকটা জাগবে ।