কি নিদারুণ মহাকর্ষীয় বলের টানে
নির্দিষ্ট কক্ষপথে থাকিয়া শশী ,
ভ্রমিয়া চলিছে ভাস্করে অহর্নিশি ।
দিবাকর কিরণে তারাপতি ,
লভিয়াছে অপূর্ব স্বর্ণাভ দ্যুতি ।
সূর্য-চন্দ্র মাঝে যদি হয় পৃথিবীর স্থিতি,
চন্দ্র সহসা যেন হারাইয়া ফেলে তার দ্যুতি। হারাইয়া চন্দ্রপ্রভা,পৃথিবী কিছু সময়ের তরে
তমসায় ঢাকে।
কালের কারণে চন্দ্র-সূর্য মাঝ হতে
পৃথিবী সরিলে ,
চন্দ্র ছড়ায় আভা ধরণীর কোলে।