চাওয়া আর পাওয়ার মাঝে থাকলে ব্যবধান
মানুষের থাকেনা আর সুখের জীবন।
জীবনভর করতে হয় যে তারে অরণ্যে রোদন।


চাইলেও যারে যায়না পাওয়া
তার পিছে তুমি মিছে করো কেন ধাওয়া ?
সেদিকে এবার বন্ধ করো যাওয়া।


চাওয়া যদি হয় হিসেব কষে,
তবে পাওয়ার সুখ হবে তোমার রসে-বশে।
কখনো তোমার হবেনা কাটাতে উদাস মনে বসে।


চাওয়া-পাওয়ার মাঝে আছে না পাওয়ার খাত,
মন সেথায় পতিত হলে হবে কুপোকাত।
ফারাক খুঁজে পাবেনা তুমি কিবা দিন কিবা রাত।