মনে পড়ে ছেলেবেলার
হরেক রকম কথা,
সে সব কথা পড়লে মনে
পাই যে বড়ই ব্যথা।


প্রতিদিন এক বিদ্যালয়ে
যেতাম সবাই মিলে,
মাস্টার মশাই পাঠদানেতে
দিতনা যে ঢিলে।


সকাল সন্ধ্যা পড়াশোনা
করতাম খুব মন দিয়ে,
বাকি সময় কেটে যেত
হাসি খেলা নিয়ে।


বিকেল বেলা মাঠে যেতাম
খেলতাম অনেক খেলা,
খেলতে গিয়ে কখন যেন
চলে যেত বেলা।


বন্ধু আমার অনেক ছিল
আনন্দে দিন কাটত,
সবাই মিলে গল্প করে
বড়ই মজা লাগত।


বন্ধুরা আজ পায়না সময়
যে যার কাজে ব্যস্ত,
সবার হাতে আজ যে শুধু
সংসারের ভার ন্যস্ত।