ছেলেটা ভীষণ ভালো।
লেখাপড়া, খেলাধুলা, গান-বাজনা সবেতেই ভালো।
ছেলেটা এখন হয়েছে বেকার, পায়না সে আর গুণের কদর ।
মানুষ কভু হয় কি বেকার ?
আসলে সমাজের চোখে পায়নি সে কোনো আকার।
কেননা তার নেই বিশেষ কোনো রোজগার ।
সে আজ করছে দলাদলি, মুখে সদাই অশ্রাব্য গালাগালি ।
কাজ বলতে ধরেছে সে এখন জমির দালালি।
ছেলেটা এখন করেছে বাড়ি-গাড়ি, তাকে নিয়ে হচ্ছে বড্ড কাড়াকাড়ি।
আলোর জগৎ ছেড়ে,হারিয়েছে সে এক গভীর আঁধারে ।
মানুষের মন নিয়ে শুধু কাটাছেঁড়া করে ।