দিবস-রজনী যায় কেটে ,
      কেবলই যে হতাশা জোটে ।
কর্মহীন এমন দিবসে ,
       সবার দিন কাটে বিবশে ।
যারা করেন নেতৃত্ব দান ,
        নিজেদের ভাবেন মহান ,
ভাবেনা কখনও যে তারা
        মানুষেরা আজ কাজ হারা ।
তাদের কত গোপন ছলে ,
        শ্রমিকের কাজ যায় চলে ।
নিত্যদিন দ্রব্যমূল্য বেড়ে ,
        কত মানুষ অকালে মরে ।
পড়েছে যে প্রভাব স্বভাবে ,
        অনেকে হচ্ছে চোর অভাবে ।