অজ্ঞানতার অচিন স্রোতে, জ্ঞানের ভাষা খুঁজতে গিয়ে হলেম দিশাহারা।
জীবন পথে চলতে গিয়ে হয়েছে মরন দশা ।
বাজিয়ে ঢাক মানবতার, কাজ হচ্ছে বর্বরতার ।
এখন আমি কোন কথা যে বলি, কোন পথে যে চলি,
কেমনে আমি পাব ফিরে হারিয়ে যাওয়া গলি ।
তোমার মন কি লাগছে ভালো ?
মেঘ জমেছে ভীষণ কালো, দৃষ্টি কেমন ঝাপসা হল, ওরা যে সব পালিয়ে গেল।
সব কিছু যে কুক্ষিগত , শিক্ষা হোক বা ধন ।
মনটা যে তাই সদাই করে বড্ড আনচান ।
জানি তোমার অনেক আছে জ্ঞান, আছে অনেক ধন,
মাছিরা আজ তোমায় ঘিরে করছে ভনভন ।
লাগিয়ে তোমার জ্ঞান ,এই সমাজটারে করো বলবান।
নইলে কিন্তু বিরূপ হবেন তোমার বিবেক ভগবান।