কালের আবর্তে মোরা  হারিয়েছি দিশা,
যেদিকে তাকানো যায়  দেখি অমানিশা।
নীতিকথা সব আজ মেনে চলা দায়,
সততার পিছে যেন বোকারাই ধায়।
নিষ্ঠুর বর্বরতার ঢাক ঢোল বাজে,
যতসব অত্যাচারী রক্ষাকর্তা সাজে।
মনের গভীরে  নিরাশারা বাঁধে বাসা,
মৃতপ্রায় মানবতা হারিয়েছে ভাষা।
বাক্যহারা নয়নেতে অশ্রুধারা ঝরে,
সুখ লাভ হেতু ছুটি মরণের ঘরে।
মনুষ্যত্ব হারিয়েছি ঐশ্বর্যের মোহে,
বিত্তের নেশায় মন সদা ব্যস্ত রহে।