মনের আকাশে জমে থাকে,
দুখের কালো মেঘ।
একাকীত্বের নির্জনতায় নয়নে আসে,
অশ্রুধারার বেগ ।
শান্ত হলে মনের আকাশ ,
বয় যে তখন স্বস্তির বাতাস।
ঝেড়ে মনের দূঃখ-ক্লেশ,
ধর এবার কর্ম বেশ।
জেনো কর্ম তোমার ধর্ম,
আর দূঃখ তোমার বর্ম।
জীবন কর গতিময়,
জ্বালিয়ে দুখের দীপ,
তোমার হৃদয় মনিকোঠায়।