আসবে পূজা আসছে পূজা,
এটাই ছিল ভীষণ মজা।
পুজো যখন চলেই এলো,
আনন্দে মন ভরে গেল।
কাঠি দিতেই ঢাকে ঢাকি
উঠলো যে মন খুশিতে মাতি।
ষষ্ঠীর পরে সপ্তমীতে
দিন কেটে যায় আড্ডাতে।
দুর্গা পূজার অষ্টমী সকাল
অঞ্জলি দিতে মন হয় মাতাল।
সন্ধ্যেবেলা মানুষের ঢলে
কাটে সময় পায়ে ঠেলে।
নবমীর দিন এলে চলে,
মনটি ভাসে চোখের জলে।
দশমীতে মার বিদায় সাজে ,
বিষাদের সুর মনে বাজে।