কেউ নয় চিরস্থায়ী জেনো এই ভবে,
সবাইকে একদিন চলে যেতে হবে।
মন দিয়ে কাজ করি যতটুকু পারি,
একদিন যাব চলে এ ভুবন ছাড়ি।


মহাপুরুষের কর্ম জ্বালে মনে আলো,
সেই আলোতে মন্দরা হয়ে যায় ভালো।
তাদের জীবন কথা প্রাণে হোক লেখা,
যাদের কাছে মোদের বাকি আছে শেখা।


জীবনে চলার পথে হাসি রেখে মুখে,
মানুষের সেবা করে থাকো সদা সুখে।
দু-দিনের এই ভবে স্বার্থ রেখে দূরে,
এসো গান গাই সবে মানবতার সুরে।