এত পড়া এত লেখা আর ভালো লাগেনা ,
বাইরের জগৎটা বড় লাগে অচেনা ।
শিক্ষক মহাশয় বলে কত শব্দ ,
সেগুলির সবকটি করে মোরে জব্দ ।
বই নিয়ে কোন মতে যেই আমি বসেছি ,
মনে হয় আমি যেন অজানায় ভাসছি ।
ইচ্ছেটা হয়নাযে একঘেয়ে পড়তে ,
সাথে সাথে ভালো লাগে অদেখাকে দেখতে।
সেই সব কিছু নাই পড়ে যাও বইটা ,
তাই যেন ভালো নেই আমারঐ মনটা ।
মাঝে মাঝে মনে হয় মন দিয়ে পড়ব ,
বাবা মা'র কথামতো বড় হয়ে দেখাব ।
মনে জাগে বড় ভয় বাবা মার কারণে ,
যদি হই অসফল প্রত্যাশা পূরণে ।
হতাশাকে নিয়ে চলে বিষণ্ণ পরাণ ,
কৈশোর যৌবন হারিয়েছে জীবন।