একুশে ফেব্রুয়ারিকে করেছে যারা স্মরণীয়,
পৃথিবীর ইতিহাসে তাঁরা বরণীয়।
শহীদ হয়েছে যারা একুশে ফেব্রুয়ারি ,
তাদের আমরা কভু ভুলিতে না পারি ।
রফিক, শফিউল, জব্বার ,সালাম,
তোমাদের সবারে জানাই সেলাম ।
তোমাদের মতো বীরেদের আত্মবলি দান,
বাংলা ভাষাকে দিয়াছে বিশ্বমান ।
সংস্কৃতি , রাজনীতি মিলে মিশে হলো একাকার,
তোমরাই  হলে স্বাধীন বাংলাদেশের রূপকার।
মাতৃভাষায় শিশু করে প্রথম মা উচ্চারণ,
মাতৃভাষায় মত প্রকাশে শোনা যায় প্রাণের স্পন্দন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ,একুশে ফেব্রুয়ারি,
পেয়েছে স্বীকৃতি আজ ,তোমাদের হাত ধরি ।
তোমরা হলে বীরেদের বীর , বাঙালিকে করিয়াছ
চির উন্নত শির।