ঘুচিয়ে সব পুরাতন দুখ
এসো বৈশাখ বঙ্গ-অঙ্গে,
তব স্পর্শে দূর হয়ে শোক
সাজুক ধরা নানা রঙ্গে।

সকল জরা ঝেড়ে ফেলে
আনন্দে আজ ওঠো মেতে
বাতাসে ঐ খুশির বার্তা
শোনো সবে আজ কান পেতে।