এসো গাছ লাগাই যতনে ,
        উৎফুল্ল  বদনে ।
             এসো স্বপ্ন নিয়ে নয়নে,
                    চলি সবুজের টানে ।


এসো বিশ্ব করি ছায়াময় ,
        জীবন হবে শান্তিময় ।
            আবার দাঁড়াব এসে
               সবুজের আঙিনায় ।


এসো গাছ লাগাই গৃহ কোণে,
              গাছ লাগাই দূর বনে ।
           বিপদ যেন না আসে নেমে
                      আমাদের জীবনে ।


এসো গাছ লাগাই বর্ষাকালে,
          উঠবে ভরে ফুলে-ফলে ।
       দিন কাটাবে শিশু হেসে খেলে,
        নীড় বাঁধবে পাখি গাছের ডালে ।