দেহে যদি না থাকে প্রাণ,
বলো কি আছে মানুষের দাম ?
ছাড়ি মান-সম্মান,বহুদিনের জমানো একবুক অভিমান,
করিতে হইবে সবে একদিন পরলোকে প্রস্থান ।
তোমার কীর্তি হবে ম্লান ,
ঘোষিত হইবে নতুনের অভিযান ।
ভুলিয়া হিন্দু, মুসলমান,শিখ ও খ্রীষ্টান ,
তুলিতে হইবে মানুষের মনে মানবতার তুফান ।
ভেদাভেদ ভুলিয়া, এসো একসুরে গাই আজ মানবতার জয়গান ।