চলছে গ্রীষ্মের কি ভীষণ দাবদাহ !
পথে-ঘাটে নাই কেহ।
প্রকৃতির তপ্ত বাতাস,
প্রাণীকূলে তুলেছে হাঁসফাঁস।


তৃণলতা শুকিয়েছে পেয়ে সূর্যের তাপ,
গবাদিপশুর চেহারায় পড়েছে তার ছাপ।
গাছপালা চুপচাপ, বাড়ায় বায়ুর তাপ।
মানুষের মনে জাগে আজ অকারণ বৃক্ষছেদনের অনুতাপ।


কোন কাজে নাই মন ,
মাথা ঘুরে ভনভন।
ফ্যানের বাতাস লাগছে গরম,
অস্বস্তি তাই হচ্ছে চরম।


জলাশয়ে জল নাই ,
ধরা বুকে ধরেছে চিড় তাই‌।
মাছ ও শাক-সব্জি কমেছে ভাই,
খেতে বসে যেন তাই রুচি নাহি পাই।


বিকেলের এক চিলতে বাতাস,
জাগায় মনে স্বস্তির আশ ।
তথাপি অপূর্ণ আজ মনের অভিলাষ।