হেমন্তের ঐ হিমেল হাওয়ায়
মনটা যে হয় উদাস,
মাঠ ভরেছে সোনা ধানে
চাষীরা নয় হতাশ।


নীল আকাশে সাদা মেঘের
আপন মনে ভাসা,
মনের মাঝে জাগায় সে আজ
নানান রঙিন আশা।


ঝরায় পাতা হিমেল বাতাস
কি মধুর এক সুরে!
হেমন্ত যে জানায় সবে
শীত নাই আর দূরে।


কুয়াশা থাক পথে ঘাটে
ঝিলে ফুটুক শালুক,
সব মিলিয়ে হেমন্ত আজ
মন ভরিয়ে তুলুক।