ইতিহাস মোদের দেয় যে শিক্ষা
কেমনে মোরা উত্তীর্ণ হব বর্তমানের পরীক্ষা।
না জানিলে সভ্যতার বিবর্তনের ইতিহাস
বুঝিবে কেমনে তুমি সভ্যতার পরিহাস।
ইতিহাস বিনে আমার-তোমার মন
কেমনে জানিবে বলো মানবে কাকে কখন।
ইতিহাস না জানিলে দুষ্টু আছে যারা
মোদের করবে তারা ঘর-দেশ ছাড়া।
না জানিলে তোমার অতীত সংস্কৃতি
নিজের কৃষ্টি চাপিয়ে ওরা করবে মাতামাতি।
অতীতের যে সভ্যতার ধারা তোমায় করেছে লালিত,  
ইতিহাস ছাড়া কেমনে বুঝিবে তুমি
সমাজ ও রাষ্ট্র দ্বারা সঠিক পথে হচ্ছ চালিত।