বাপরে জ্যৈষ্ঠের কি ভীষণ গরম !
গা দিয়ে ঝরে ঘাম অবিরাম ।
রাস্তার পিচের গরমে দৃষ্টি আবছা হয়,
নোনা ঘামের জল চোখে ঢুকে চোখ যে জ্বালায় ।
জ্যৈষ্ঠের গরমে রাতে ঘুম নাহি হয় ,
তপ্ত দিবসে দেহ-মনে ক্লান্তি জড়ায় ।
ভীষণ গরমে চোখে যায় দেখা সরষে ফুল ,
কাজ করতে গিয়ে হয় শুধু ভুল ।
যত বেড়ে চলে গরম ,
ফল পেয়ে বেশী রস, হয় যে নরম ।
আম,জাম,কাঁঠালের মিষ্টি গন্ধ ,
মনেতে দেয় আজ শুধুই আনন্দ ।
যতসব সুমিষ্ট ফলের রস
ক্লান্তি ভুলায়ে সবারে যেন করেছে বশ ।