জামাই আদর করে
পালিত হয় বাঙালির ঘরে ঘরে
জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী অতি সমারোহে ।
শাশুড়ি যতনে জামাই করে বরণ ,
আনন্দে ভরে জামাইয়ের মন ।
শাশুড়ির নিজের হাতে বাঁধা হলুদ সুতায়
জামাইয়ের মন যে আজ খুশীতে ভরায় ।
দিনভর আয়োজন,কতরকম আপ্যায়ন ,
রকমারি ব্যঞ্জনে হবে মধ্যাহ্ন ভোজন ।
ভরেছে শ্বশুরের আলয় ,যতসব শালি শালায় ,
অধিক যতনে আজ জামাইয়ের প্রাণ বুঝি যায় ।
ঘরে ঘরে হয়েছে মেয়ে-জামাইয়ের আগমণ,
হাসি হুল্লোড়ে আজ পাড়া করে গমগম ।