যেদিন সে দেখেছিল পৃথিবীর প্রথম আলো ,
মনে তার জাগেনি তখনও মন্দ-ভালো ।
অন্তরে প্রবেশ করেনি যখন জ্ঞানের আলো,
নিদারুণ পেটের টানে নেমে এলো আঁধারের কালো।
ঠিক তখনই পেটের দায়ে আলোর ঠিকানা ভুলে,
প্রবেশ করেছে সে আঁধারের কোলে ।
আলোর পথে আজ উত্তরণ কালে
দিওনা অযথা তারে আঁধারের পথে ঠেলে ।
আলো জ্বালিয়ে , আঁধার ঘুচিয়ে,
বরণ করো তারে জীবনের দুয়ারে ।
দিশা ঘুরিয়ে, কাজে ফিরিয়ে,
আজ জীবনের স্রোতে ফিরাও তারে ।