জীবনে ছিল ভোরের স্নিগ্ধ প্রভা ,
সেইসঙ্গে মৃদু-মন্দ হাওয়া ।
জীবনে ছিল মধ্যাহ্নের নিঃসঙ্গ উত্তাপ ।
জীবনে যখন এলো অপরাহ্নের মলিনতা
ঠাঁই পেল মনে আঁধারের মৌনতা ।
জীবনে যখন নামল আঁধার ,
মনে যে হলো বড়ই ভয়, জীবন প্রভা
হারিয়ে যাওয়ার ।