জীবন খাতার পাতায় দেখি ,
ভুলে ভরা হিসাব ।
না হলে ভুল ক্ষতের বদলে জুটত ,
হয়ত একটা খেতাব ।
হয়েছে ভুল দিচ্ছি মাশুল,
পাবনা যে ছাড় আমি একচুল ।
ভুল হয়েছে বেশ হয়েছে ,
শুধরে নেওয়ার পালা ।
শুধরে নিতে গিয়েও দেখি ,
হচ্ছে যে এক জ্বালা ।
ভুল হয়েছে শুধরে দিবে ,
তাকে আবার কোথায় পাবে ?
বুঝি ভুল হিসাবেই জীবন যাবে ,
ক্ষতটা আর যাবেনা মুছে ।