কেন যে মানুষ আসে এ ধরার বুকে ?
জিজ্ঞাসাটা মনে যেন সদা জেগে রয়,
দুখের ঝোড়ো বাতাস মনে আনে ভয়।
দিবানিশি মন আজ বিষাদেতে ধুকে,
জনমের সব ঋণ যায়নি তো চুকে।
বাঁচাটাই মানুষের সব কিছু নয়,
মানবতা লোপে চলে জীবনের ক্ষয়।
চরম লোভের পথে মন কেন ঝুঁকে?


সমাজের আছে যত রাঘব বোয়াল,
চালায় কেবল তারা শুধু অনাচার,
সমাজে নেমেছে তাই ভীষণ বিপদ।
হবেনা সহজে বন্ধ লোভীর চোয়াল,
মানুষ মানছে সব অন্যায় আচার,
সব ভুলে হয়েছে সে বিচিত্র  দ্বিপদ।