জিনিসপত্রের বাড়ছে দাম,
মানুষের যেন ওষ্ঠাগত প্রাণ।
বাজার করতে পকেট ফাঁকা,
বাজারের থলেটা যেন আরও ফাঁকা।


বুদ্ধিজীবীদের বুদ্ধি কি শেষ ?
কি বা তারা করবে বিশেষ।
নেতারা এখন চুপচাপ ,
নেইতো কোনো অনুতাপ।


জিনিসপত্রের আগুন দাম ,
মানুষের কমিয়েছে জীবনের দাম।
পকেটে পড়েছে ভীষণ টান ,
তাইতো সে ম্রিয়মাণ ।


করতে আয় ঝরছে ঘাম,
জিনিসপত্রের আগুন দাম।
কি করবে এখন জনসাধারণ ,
আছে কি এর আশু সমাধান?