কাগজ কলম অস্ত্র আমাদের
ছাড়ব না যে আমরা ওদের।
সমাজের বুকে দেখলে অন্যায়,
কলম ছুটবে ফলার ন্যায়।
কলম বাণে বিঁধব মোরা,
যেথায় অত্যাচারীর শোষণ গাড়া।
যুগে যুগে যত রক্ত ঝরেছে,
হিসেব নেওয়ার সময় এসেছে।
কাগজের উপর কলম ছুটছে,
অত্যাচারীতের বুকে সাহস যেন আজ
দানা বেঁধেছে।
কাগজ কলম অস্ত্র আমাদের,
আজ জাগুক প্রাণ যতসব উৎপীড়িতের।