কবিতা হলো কবির মনের ভাষা,
ব্যক্ত করে যা হৃদয়ের আশা।
কবিতা হলো কবির মনের বিলাসিতা,
যা দিয়ে কবি প্রকাশ করেন মনের প্রসন্নতা।
কবিতায় প্রকাশ পায় কবির মনের বাসনা,
যার মধ্য দিয়েই তিনি করেন সুন্দরের আরাধনা।
কবিতা হলো কবির মনের রঙ-তুলিতে আঁকা ছবি,
যা কিনা আবার মানুষের বদ্ধ মনের চাবি।
কবির মনের জানালা দিয়ে ঢুকে জ্ঞানের যে আলো,
কবিতার মাঝে তা সত্যরূপে প্রকাশিল।
কবি হলেন তমসায় ঢাকা মানুষের বুকে আশা জাগানো সত্য এক নবী,
কবিতার দ্বারা তিনি প্রকাশ করেন সমাজের ভালো-মন্দ নানা ছবি।