এমন এক কবিতা লেখ তুমি কবি ,
যেন সকলের মুখ হর্ষে উঠে ভরে ।
তোমার রচনা হোক জীবনের ছবি ,
ভেসে যাক সব দুখ ভাবনার তোড়ে ।


তোমার সৃষ্টি জাগাক মানুষের মন ,
তুলুক জীবনে ঝড় হৃদয় বীণায় ।
মানব হৃদয়ে তুলে মধুর গুঞ্জন ,
ছেয়ে দাও এ জীবন নিশ্চিন্ত ছায়ায় ।


তোমার বাঁধা গানের সুমধুর সুরে ,
দাও হে উড়ায়ে কবি মানবের ঘুম ।
জীবন যৌবন থেকে ক্লান্তি রেখে দূরে ,
তব সৃষ্টিতে উঠুক আনন্দের ধুম ।


সাম্য খুঁজে পাক মানে তব কাব্যগুণে ,
বৈষম্য ভরা জীবন পুড়ুক আগুনে ।