অতীতেও ছিল কঠিন সময় ,
বিদেশী হানায় জীবন ছিল কষ্টময় ।
ম্যালেরিয়া, যক্ষ্মা,কলেরা, বসন্তের মতো
রোগ দাপিয়েছে সারা বিশ্বময় ।
সাম্রাজ্যবাদের কালো ছায়ায়
অসহায় মানুষ লুকিয়েছিল মুখ গভীর নীরবতায়।
কিন্তু সবেরই হয়েছিল ঠাঁই ইতিহাসের পাতায় ।
তেমনি বিশ্বায়নের অস্থিরতা, অজানা নানা রোগব্যাধি একদিন কালের গর্ভে হবে বিলীন।
জেনো মানবের জীবনে আসে আঁধার গহীন ,
মনে হয় জীবনে বুঝি আর আসবেনা সুদিন ।
চেষ্টার রথে চড়ে চালাও যুদ্ধ বিরামহীন ,
আঁধারের যবনিকা সরে অবশেষে আসবে আলোকিত দিন ।