কর্মচারী চাকরসম,
খাটছে সে আজ ভীষণ যেন।
চোখ রাঙিয়ে বলছে স্যার,
তোমার কাল নেইকো ছাড়।
আসা চাই আগামীকাল,
যতই শরীর হোকনা বেহাল
অথবা হরতাল।
নাই কোনো স্ট্র্যাটেজি,
তবুও যেন সবাই বিজি।
সময় শেষ আজি,
কাজ হচ্ছে তাড়াতাড়ি,
ভুলে ছড়াছড়ি।
জিনিসপত্রের বাড়ছে দাম,
তবুও পাবেনা দয়ার দান।
ডি এ ছাড়াই পে কমিশন,
সেটাও যেন সম্ভব এখন।
আদালতের ডি এ রায় ,
মানবেনা তারা বলাই যায়।
গণতন্ত্রকে জানিয়ে বিদায়
স্বেচ্ছাচারের হচ্ছে জয়।
হায় কর্মচারীর একি দুঃসময়!