কত দিন যে যাইনি স্কুলে,
গিয়েছি তা আমি ভুলে ।
স্কুলের জামা হয়না গায়ে,
জুতা পরতে লাগে পায়ে ।
ইচ্ছে হয় যে স্কুলে যেতে,
মায়ের হাতের বানানো টিফিন খেতে ।
ইচ্ছে হয় যে, স্কুলের মাঠে ছুটে বেড়াতে,
সবাই মিলে গল্প করতে ।
বন্ধুদের সাথে হয়না দেখা ,
মনে হয় যে ভীষণ ব্যথা ।
স্যার-ম্যাডামের মুখের কথা,
কাছ থেকে আর যায়না শোনা ।
পড়াশোনা হয় গুগল মিটে ,
লিখতে হয় যে মোবাইল থেকে ।
মাঝেমধ্যে মেজাজটা হয় খিটখিটে ,
মন লাগেনা পড়তে খেটে ।
পাখিরা উড়ছে মেলে ডানা ,
তবে আমার কেন স্কুলে যেতে মানা ?
কতদিন যে যাইনি স্কুলে ,
গিয়েছি তা আমি ভুলে ।
মাগো, করোনা কেন যায়না চলে ?