বাঁচার তাগিদে জীবনের তরে
আদিম মানুষরা করতো লড়াই,
এখনতো দেখি যুদ্ধটা যেন
ক্ষমতা জাহির করার এক বড়াই।


তাহলে আমরা সভ্য হয়েছি
এ অহংকারটা হয়ে যায় মিছে,
বিজ্ঞানকে কাজে লাগিয়ে মোরা
যদি ধাই শুধু আজ স্বার্থের পিছে।


ভেবেছো কভু বধ করো যারে
স্বার্থের মোহে আর ক্ষমতার বলে,
সে তো তোমার  স্বজাতি মানব
জন্মেছে সেও এ পৃথিবীর কোলে।


যুগে যুগে সব অবতারেরা
চলেছেন হেঁটে অহিংসার পথে,
তাদের শিখানো শিক্ষাটা ভুলে
জমিয়েছি ভাব ঐ হিংসার সাথে।


এসো একসাথে চলার শপথে
অহিংসার সুতায় বাঁধিবো হৃদয়,
ফিরে পাক সবাই বাঁচার অধিকার
বিশ্বে আসুক সেই মানবতার জয়।